মেক্সিকোর তিজুয়ানা শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ জানুয়ারি) একটি কারখানায় আগুন লাগে। এ ঘটনায় কোনো প্রাণহানি না থাকলেও কর্তৃপক্ষ আগুনের কারণ এখনও জানতে পারেনি। খবর রয়টার্সের।
শনিবার বিশাল ধোঁয়ার কুন্ডলী উঠতে দেখা যায় অনেক দূর পর্যন্ত। পার্শ্ববর্তী সীমান্ত এলাকা যুক্তরাষ্ট্রের ওটায় থেকেও বাসিন্দারা আগুনের বিশাল স্ফুলিংগ দেখতে পান। কালো ধোঁয়ায় ছেয়ে যায় আশপাশ। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে। কয়েক ঘণ্টার চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ারসার্ভিস।তবে কারখানার বেশিরভাগ অংশই আগুনে পুড়ে যায়। নিরাপদে সরানো হয় কারখানার ১২ জন কর্মকর্তা কর্মচারীকে।
এটিএম/
Leave a reply