ইমরান এইচ সরকারকে বিদেশ গমনে বাধা না দেওয়ার নির্দেশ

|

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে বিদেশে যেতে ও দেশে ফিরতে বাধা না দিতে এবং কোনো ধরনের গ্রেফতার বা হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে বিদেশে যেতে বাধা দেবার বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

আদালতে ইমরান এইচ সরকারের পক্ষে ছিলেন ব্যারিস্টার এম আমীর উল ইসলাম ও ব্যারিস্টার তানিয়া আমীর। অপরদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম স্বপ্না।

ব্যারিস্টার এম আমীর উল ইসলাম বলেন, আদালত ইমরান এইচ সরকারকে বিদেশ যেতে এবং দেশে ফিরতে বাধা না দিতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তাকে হয়রানি না করতেও নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত শুক্রবার (২০ জুলাই) যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় প্রশাসনের বাধার মুখে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরে আসতে হয় ইমরান এইচ সরকারকে। মার্কিন পররাষ্ট্র দফতরের আমন্ত্রণে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন।

যমুনা অনলাইন: কেআর/টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply