বড় মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান। রোববার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেলে রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিসহ একাধিক অঞ্চলে অনুভূত হয়েছে এ কম্পন। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, রিখটার স্কেলে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বিকেলে কেঁপে ওঠে পাকিস্তানের একাধিক অঞ্চল। দেশটির আবহাওয়া বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, এ ভূমিকম্পের কেন্দ্রস্থল তাজিকিস্তানের ১৫০ কিলোমিটার গভীরে।
এর আগে, গত ৫ জানুয়ারি আরও একটি বড় মাত্রার ভূমিকম্পের সম্মুখীন হয় পাকিস্তান। ওই দিন ৫.৮ মাত্রার কম্পন অনুভূত হয় ইসলামাবাদ ও পেশওয়ারে। এছাড়া পাঞ্জাব এবং খাইবার পাখতুনখাওয়ার বিভিন্ন অঞ্চলেও কম্পন অনুভূত হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, শনিবার স্থানীয় সময় দিবাগত রাতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে ইরানে। ৫.৯ মাত্রার এ কম্পনে বিধ্বস্ত হয়েছে দেশটির অন্তত ৭০টি গ্রাম। নিহত হয়েছেন ৩ জন, আহত ৮ শতাধিক।
এসজেড/
Leave a reply