অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত 

|

নারীদের প্রথম অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো ভারত। রোববার (২৯ জানুয়ারি) ফাইনালে শেফালি বর্মারা ৭ উইকেটে হারায় ইংল্যান্ডকে। ৬৯ রানের টার্গেটে নেমে ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইন্ডিয়া।

অল্প রানের টার্গেটে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। অধিনায়ক শেফালি ভালো শুরু করলেও দ্রুত আউট হয়ে যান। ওপেন করতে নেমে শেফালি করেন ১১ বলে ১৫ রান। আরেক ওপেনার শ্বেতা সেহরাওয়াতও ৫ রান করে আউট হন। ২০ রানেই ভারত হারায় ২ উইকেট। শেষ পর্যন্ত ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

এর আগে প্রথম ওভার থেকেই উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। শুরুর চাপ তারা আর সামলাতে পারেনি, বরং ধারাবাহিকভাবে সাজঘরে ফিরেছেন ব্যাটাররা। উল্লেখযোগ্য কোনো জুটি তৈরি করতে না পারায় শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে ইংল্যান্ড করে ৬৮ রান। ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক ম্যাকডোনাল্ড গে। ২৪ বলে করেন ১৯ রান। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস খেলেন স্টোনহাউস এবং সোফিয়া স্মেল। দু’জনের ব্যাট থেকেই এসেছে ১১ রান করে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply