পাকিস্তানের হ্রদে নৌকাডুবির ঘটনায় ১০ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ ৮ মাদরাসা শিক্ষার্থী। তাদের সন্ধানে দ্বিতীয় দিনের মতো চলছে তল্লাশি অভিযান। খবর এপির।
রোববার (২৯ জানুয়ারি) স্থানীয় একটি মাদরাসার শিশুদের ছিল পিকনিক। অর্ধ-শতাধিক শিক্ষার্থী ছিলো দলটিতে। যাদের প্রায় সবার বয়স ৭ থেকে ১৩ বছরের মধ্যে। তানদা দাম হ্রদে নৌকায় তাদের ঘোরানো হচ্ছিলো। ২৫ শিক্ষার্থী নিয়ে একটি নৌযান পড়ে দুর্ঘটনায়। সাত শিক্ষার্থীকে জীবিত পাওয়া গেলেও, কয়েকজনের অবস্থা সঙ্কটাপন্ন।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের প্রশাসন জানিয়েছে, অনুসন্ধান কার্যক্রমে যোগ দিয়েছে জাতীয় উদ্ধারকারী দল। নৌবাহিনীর ডুবুরীরা খুঁজছেন নিখোঁজদের।
এটিএম/
Leave a reply