মাসব্যাপী বাণিজ্য মেলায় প্রায় ১০০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে। আর ৩০০ কোটি টাকার রফতানি আদেশ এসেছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ পর্দা নামছে ২৭তম ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্য মেলার।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ নানা বৈশ্বিক সংকটের পরেও এ বছর ৬৭ বিলিয়ন ডলারের রফতানি লক্ষ্য অর্জন সম্ভব বলে জানান বাণিজ্যমন্ত্রী। বললেন, এবারের মেলায় সর্বোচ্চ ৩৫ লক্ষ মানুষের উপস্থিতি হয়েছে। তবে আগামীতে আরও বেশি ঝাকঝমকপূর্ণ মেলার সাথে পণ্য বিক্রি বেশি হবে বলে আশাবাদী রফতানি উন্নয়ন ব্যুরো।
মেলার সমপনী অনুষ্ঠানে ১৪টি শ্রেণিতে ৪৭টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়।
/এমএন
Leave a reply