তোশাখানা মামলায় ইমরানকে আদালতে হাজিরের নির্দেশ

|

ছবি: সংগৃহীত

পাকিস্তানে ‘তোশাখানা মামলা’য় ৭ ফেব্রুয়ারি আদালতে হাজিরা দিতে হবে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) এ নির্দেশ দেন ইসলামাবাদ দায়রা আদালত। খবর দ্য ডনের।

জানা গেছে, মঙ্গলবার (৩১ জানুয়ারি) আদালতে ইমরান খানের আইনজীবী উপস্থিত থাকলেও পরের শুনানিতে অবশ্যই ইমরান খানকে উপস্থিত হওয়ার নির্দেশ দেন বিচারপতি। অন্যথায় ইমরানকে গুনতে হবে ২০ হাজার রূপি জরিমানা।

এর আগে, ২০২১ সালের অক্টোবরে পাকিস্তানের নির্বাচন কমিশন জানায়, তোশাখানা বা সরকার প্রধানদের উপহার যেখানে রাখা হয়; সেখান থেকে বিনা অনুমতিতে উপহার সরিয়েছেন ইমরান খান। শুধু তাই নয়, দামী উপহার সামগ্রী বিক্রিও করেছেন তিনি। যা, নির্বাচনী হলফনামায় গোপন করেছেন, পিটিআই চেয়ারপারসন ইমরান খান। বিষয়টি নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি মিথ্যাচার করেন- এমন অভিযোগও তোলে কমিশন।

প্রসঙ্গত, গত বছরের এপ্রিলে নানা নাটকীয়তার মধ্যে দিয়ে ক্ষমতা থেকে হটানো হয় ইমরান খানকে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply