সিরাজগঞ্জে গরু চুরি করতে গিয়ে সেলিনা বেগম নামের এক গৃহবধূকে পিকআপভ্যানের চাপায় পিষে মেরেছে চোরের দল। চোরদের আটকাতে গেলে ঘটে এ নৃশংস ঘটনা। এ সময় আহত হয়েছেন নিহতের ছেলেও। চোরদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে স্থানীয় থানা পুলিশ।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) ভোরের দিকে সদর উপজেলার পঞ্চসারোটিয়া গ্রামে ঘটে এ ঘটনা। গ্রাম জুড়ে এখন শোকের ছায়া। সেলিনা বেগমের এমন মৃত্যু মানতে পারছেন না কেউই।
স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার ভোরের দিকে গ্রামের আমির চাঁনের বাড়িতে ঢোকে ৫ গরু চোর। প্রথমে গোয়াল ঘর থেকে দু’টি গরু নিয়ে বাড়ির বাইরে রাখা পিকআপভ্যানে তোলে তারা। পরে আরও দু’টি গরু নেয়ার সময় চোরদের উপস্থিতি টের পান আমির চাঁনের ছেলে যুবায়ের। বাধা দিলে মারধরের পর তাকে আটকে রাখে চোরেরা। ছেলের চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে আসেন মা সেলিনা বেগম। এ সময়, চোরদের আটকাতে গেলে, তাকে পিকআপভ্যান দিয়ে পিষে মেরে পালানোর চেষ্টা করে চোরের দল।
সেলিনা বেগমকে চাপা দেয়ার পর একটি গর্তে আটকে যায় পিকআপের চাকা। হৈচৈ শুনে ছুটে আসে গ্রামের লোকজন। পরে পালিয়ে যায় চোরের দল।
সিরাজগঞ্জ সদর থানার ওসি ইন্সপেক্টর নান্নু খান এ প্রসঙ্গে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সদর থানায় আনা হয়। জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি।
/এসএইচ
Leave a reply