বাংলাদেশে ভালো সিনেমা ও সিরিজ নির্মিত হচ্ছে: ইইউ রাষ্ট্রদূত

|

চার্লস হোয়াইটলি। ফাইল ছবি।

বাংলাদেশে ভালো ভালো সিনেমা ও সিরিজ নির্মিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি।

ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া (আইএএফএম) আয়োজিত দিনব্যাপী সিম্পোজিয়ামের সমাপনী অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঙ্গলবার (৩১ জানুয়ারি) প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, পরাণ ও হাওয়ার মতো সিনেমা দেখেছি। আরও নতুন নতুন কাজ এখানে হচ্ছে। এসব সিনেমা ও সিরিজে বৈচিত্র্য আছে। ওটিটি প্লাটফর্মে সিরিজ ও নাটকগুলোর মানও ভালো।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নির্মাতারা আরও ভালো করবে বলেও আশা প্রকাশ করেন চার্লচ হোয়াটলি।

এ সময় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী বলেন, তরুণরা ফিল্ম নির্মাণে নতুন চিন্তা ও গল্প নিয়ে আসছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলিয়েস ফ্রসেজের পরিচালক ফ্রানসোয়া গ্রসজিন, আইএএফএমের পৃষ্ঠপোষক মাশরুর মওলাসহ কয়েকটি দেশের কূটনীতিক, চলচ্চিত্রকর্মী ও নির্মাতারা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply