সুন্দরবনে অভয়ারণ্য এলাকায় ১৫টি নৌকাসহ দশ জেলে আটক

|

সাতক্ষীরা প্রতিনিধি :

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য এলাকায় মাছ ও কাঁকড়া ধরার সময় দুদিনে দশ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় জব্দ করা হয়েছে ১৫টি নৌকা।

আটক জেলেরা হলেন- আবুল কালাম, সামিম শেখ, শাহাজান শেখ, মো. জহুরুল, মহিউদ্দিন, হক গাজী, আব্দুল হাই, নুরে আলম, আব্দুল হান্নান ও তৈবুর রহমান।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নুরুল ইসলাম জানান, বর্তমানে কাঁকড়া প্রজনন মৌসুমে কাঁকড়া ধরা নিষিদ্ধ। তবে মাছ ধরার পারমিট রয়েছে। আটক জেলেরা মাছ ধরার পাশ নিয়ে প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় মাছ ও কাঁকড়া ধরছিলেন। সোম ও মঙ্গলবার অভিযান করে দশ জেলেকে আটক করা হয়েছে। সুন্দরবনের পুস্পকাটী, লটাবেকি ও দোবেকি এলাকা থেকে তাদের আটক করা হয়। এসব জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply