লালমনিরহাটে জনপ্রতিনিধির মাদককাণ্ড; নিজ অফিসেই মাদক হাতবদলের ভিডিও ভাইরাল

|

নিজ অফিস কক্ষেই মাদক হাতবদলের অভিযোগ উঠেছে লালমনিরহাটের এক জনপ্রতিনিধির বিরুদ্ধে। এরইমধ্যে, তার পকেটে ফেনসিডিল নেয়ার একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়েছে। যদিও, অভিযোগ অস্বীকার করেছেন হাতিবান্ধা উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু। ঘটনাটি খতিয়ে দেখার কথা জানিয়েছে প্রশাসন।

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু। নিজ অফিস কক্ষে তাকে দেখা গেল ফেনসিডিল পকেটে ভরতে। এরইমধ্যে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এ ঘটনার ভিডিও। অভিযোগ আছে, নিজ অফিস কক্ষে বসেই মাদক সেবন করেন মিরু। যদিও-সবই ষড়ড়ন্ত্র বলে দাবি করেছেন এ জনপ্রতিনিধি।

হাতিবান্ধা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু ফোনে যমুনা নিউজকে জানান, এসব ষড়যন্ত্র। ওসব মাদক না। মাদক খাওয়ার টাকা আমার নাই। আর, আমি যদি মাদক খেতে চাই তাহলে কী আমার জায়গার অভাব! অফিসেই কেনো?

যিনি মিরুকে ফেনসিডিল দিয়েছেন সেই ইউসুফ আলীর বিরুদ্ধেও আছে মাদক ব্যবসার অভিযোগ। তবে, তিনিও তা অস্বীকার করেছেন।

এদিকে, ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। এ প্রসঙ্গে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন বলেন, অবশ্যই ঘটনাটির তদন্ত হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে যথোপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রতিনিধির মাদককাণ্ডের ঘটনায় বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে লালমনিরহাটে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply