সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় বৃষ্টিভেজা একটি যুগলের ছবি তুলে আলোচনায় চলে আসেন আলোকচিত্রশিল্পী জীবন আহমেদ। ছবিটি গতকাল দিনব্যাপী সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ছিলো। এমনকি আজ মঙ্গলবারও সেই আলোচনায় ভাটা পড়েনি।
এরইমধ্যে ছবিটি তোলার ‘অপরাধে’ আজ মঙ্গলবার মারধরের শিকার হয়েছেন জীবন আহমেদ।
যমুনা টিভি অনলাইনকে জীবন বলেন, টিএসসির যে স্থানে ছবিটি তোলা হয়েছে সেখানেই আজ দুপুরে প্রকাশ্যে মারধর করা হয়েছে তাকে। তার অভিযোগ, একটি জাতীয় দৈনিক ও একটি অনলাইন সংবাদমাধ্যমের দুই ফটোগ্রাফারসহ তিনজন তাকে মারধর করেছেন।
কেন মারা হচ্ছে জানতে চাইলে হামলাকারীরা তাকে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানীর নির্দেশেই তারা মারতে এসেছেন। যদিও পরে প্রক্টরের সাথে জীবন কথা বললে তিনি তা অস্বীকার করেছেন।
উল্লেখ্য, গতকাল জীবন আহমেদের তোলা আলোকচিত্রটিতে এক যুগলের রোমান্টিক একটি মুহূর্ত ধরা পড়ে। প্রথমে পূর্বপশ্চিমবিডি নামক অনলাইন পোর্টালে প্রকাশিত হয়। জীবন এই পোর্টালেরই স্টাফ ফটোগ্রাফার।
Leave a reply