শিশু রাইফার মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে বিএমডিসি

|

চট্টগ্রামে ম্যাক্স হাসপাতালে শিশু রাইফার মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের গাফিলতি, অবহেলা ও অদক্ষতা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সংস্থাটির চার সদস্যের তদন্ত দল ম্যাক্স হাসপাতালে অবস্থান করেন। এসময় নার্স ও কর্মচারীদের সাথে কথা বলেন তারা। তবে অভিযুক্ত তিন চিকিৎসকের সাথে কথা বলতে পারেননি তদন্ত দলের কর্মকর্তারা। মামলা থাকায় তারা আসতে পারবেন না বলে আগেই চিঠি দিয়ে জানিয়েছিলেন।

উল্লেখ্য, গলা ব্যাথা করায় গেলো ২৮ জুন ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয় সাংবাদিক রুবেল খানের আড়াই বছর বয়সী কন্যা রাইফাকে। পরদিন রাতে তার মৃত্যু হয়। অভিযোগ ওঠে চিকিৎসকদের ভুল চিকিৎসায় শিশু রাইফার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন চিকিৎসকের গাফিলতির প্রমাণ পায় সিভিল সার্জনের তদন্ত কমিটি।

যমুনা অনলাইন: কেআর/টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply