তীব্র তুষারঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল। টেনেসি থেকে টেক্সাস অঙ্গরাজ্যে সতর্কতার আওতায় আনা হয়েছে ৪ কোটি মানুষকে। এমন বৈরি আবহাওয়ায় ইতোমধ্যে ২ জন মারা গেছেন। খবর রয়টার্সের।
খবরে বলা হয়েছে, মঙ্গলবার (৩১ জানুয়ারি) পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে টেক্সাসে প্রায় ২ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। রাজ্যটিতে বিদ্যুৎহীন রয়েছে ৩০ হাজারের বেশি বাড়িঘর। অনেক শহরে বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল। পর্যটকদের জন্যও সতর্কতা জারি হয়েছে।
এদিকে অস্টিন, ডালাস, আরকানসাস, মেমফিসে পুরু বরফের আস্তরের নিচে ঢাকা পড়েছে রাস্তাঘাট। আর্লিংটনে বরফে চাপা পড়ে গাড়ির ভেতরে মৃত্যু হয়েছে একজনের। অস্টিনে ২ শতাধিক গাড়ি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। সেখানেও মারা যায় একজন। আরও সপ্তাহখানেক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণাঞ্চল ছাড়াও তীব্র ঠান্ডা ও ঝড়ো হাওয়া বইছে মধ্য ও পশ্চিমাঞ্চলেও।
এএআর/
Leave a reply