মেসি নৈপুণ্যে পিএসজির জয়; পেনাল্টি মিস করলেন এমবাপ্পে

|

ছবি: সংগৃহীত

ইনজুরির কারণে আগেই দল থেকে ছিটকে যান ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। স্বাভাবিকভাবে ভীষণ চাপ পড়ে লিওনেল মেসির ওপর। শঙ্কা কাটিয়ে আক্রমণভাগে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। দারুণ সব আক্রমণে নেতৃত্ব দিলেন, গোলও পেলেন। মেসির সঙ্গে আলো ছড়ালেন ফাবিয়ান রুইস। তাদের নৈপুণ্যে মোঁপেলিয়েকে হারিয়ে লিগ ওয়ানে জয়ে ফিরল পিএসজি। দু’বার পেনাল্টি শট নিয়েও গোল করতে ব্যর্থ কিলিয়ান এমবাপ্পে।

মঁপেলিয়ের মাঠ স্তাদে লা মসন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের বিপক্ষে চেপে ধরে পিএসজি। ম্যাচের ৮ মিনিটে পেনাল্টি পেয়ে যায় ফ্রেঞ্চ জায়ান্টরা। মেসির ফ্রি কিকে ডি-বক্সে সার্জিও রামোসকে ফাউল করলে পেনাল্টি পায় সফরকারীরা। তবে, পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন কিলিয়ান এমবাপ্পে। ডানদিকে এমবাপ্পের স্পট কিক ঝাঁপিয়ে ঠেকান মোঁপেলিয়ে গোলরক্ষক।

ছবি: সংগৃহীত

তবে, ফরাসি ফরোয়ার্ড শট নেওয়ার আগেই গোলরক্ষক লাইন ছেড়ে বেরিয়ে আসেন। তাই ভুল শুধরে নেওয়ার আরেকটি সুযোগ পান এমবাপ্পে। এবার তার বুলেট গতির শট কাঁপায় বাঁ দিকের গোলপোস্ট। ফিরতি বলেও সুযোগ ছিল, তবে শট লক্ষ্যে রাখতে পারেননি এমবাপ্পে। ম্যাচের ৩৪তম মিনিটে মেসির শট মোঁপেলিয়ের একজনের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। তবে ফুটবল মহাতারকা অফসাইডে থাকায় গোল মেলেনি।

ছবি: সংগৃহীত

প্রথমার্ধে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল। তবে, বিরতি থেকে ফিরেই দ্বিতীয়ার্ধের শুরুতে গোল পেয়ে যায় পিএসজি। ৫২ মিনিটে পিএসজির হয়ে প্রথম গোলটি করেন আশরাফ হাকিমি। কিন্তু এবারেও অফসাইডের বাধায় কাটা পড়ে গোলটি। ম্যাচের ৫৫ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার রুইসের গোলে এগিয়ে যায় পিএসজি। উগো একিতিকের বাড়ানো থ্রু বল পেয়ে অনায়াসে জালে পাঠান তিনি।

ছবি: সংগৃহীত

ম্যাচের ৭২ মিনিটে ব্যবধান দিগুণ করেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। রুইসের বাড়ানো বল ধরে গোলরক্ষককে অনায়াসে কাটিয়ে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান তিনি। শেষ দিকে গোলের জন্য মরিয়া চেষ্টায় ব্যবধান কমায় মোঁপেলিয়ে। ৮৯তম মিনিটে আলভারো মাভিডিডির কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে স্কোরলাইন ২-১ করে ফেলেন নুরদিন। 

ছবি: সংগৃহীত

ইনজুরি সময়ে ওয়ারেন জাইরে-এমেরির গোলে ৩-১ গোলের জয় নিশ্চিত হয় পিএসজির। লিগ ওয়ানে দুই ম্যাচ পর জয়ের দেখা পেল ক্রিস্তফ গালতিয়ের দল।

২১ ম্যাচে ১৬ জয় ও তিন ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে মার্সেই। নিসের কাছে ১-০ ব্যবধানে হেরে যাওয়া লেঁস নেমে গেছে তিন নম্বরে, তাদের পয়েন্ট ৪৫।

/আরআইএম 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply