লেভা-রাফিনহার গোলে বেতিসকে হারালো বার্সা

|

ছবি: সংগৃহীত

প্রথমার্ধের এলোমেলো ফুটবল ছেড়ে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ফুটবল খেললো বার্সেলোনা। রবার্ট লেভানদোভস্কি ও রাফিনহার গোলে রিয়াল বেতিসকে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে কাতালুনিয়ার ক্লাবটি। সেই সাথে, স্প্যানিশ লিগে জয়রথ ছুটছেই জায়ান্ট বার্সেলোনার।

রিয়াল বেতিসের মাঠ এস্তাদিও বেনিতো ভিয়ামারিনে স্বাগতিকদের মুখোমুখি হয় টেবিল টপার বার্সেলোনা। প্রথমার্ধে সামর্থ্যের প্রমাণ দিতে পারেনি জাভির দল। বল নিয়ন্ত্রণে রাখলেও আক্রমণভাগে ছিল এলোমেলো শট। ম্যাচের ১৮ মিনিটে দলকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ পান পেদ্রি। সতীর্থের পাস বক্সে পেয়ে এক ডিফেন্ডারের বাধা এড়ান তিনি, এরপর গোলরক্ষককে কাটাতে গিয়ে ব্যর্থ হন। তরুণ মিডফিল্ডারের পা থেকে বল কেড়ে নেন রুই সিলভা।

৩৩তম মিনিটে ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রসে রাফিনিয়া হেডে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি। প্রথমার্ধে লক্ষ্যে কোনো শট রাখতে পারেনি দুই দলের কেউই। যার ফলে, গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।

ছবি: সংগৃহীত

দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে ব্রাজিলিয়ার ফরোয়ার্ড রাফিনহার গোলে কাঙ্ক্ষিত লিড পায় কাতালুনিয়ার ক্লাবটি। দ্রুত ছোট করে ফ্রি-কিকে বল বাড়ান ডি ইয়ং। বল ধরে বক্সে ঢুকে পাস দেন আলেহান্দ্রো বাল্দে আর দূরের পোস্টে সহজেই লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা।

ছবি: সংগৃহীত

ম্যাচের ৮০ মিনিটে দলের ব্যবধান দ্বিগুন করেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি। রাফিনিয়ার কর্নারে আরাহোর হেড পাসে বল নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠান নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা এই তারকা। যদিও ম্যাচের ৮৫ মিনিটে বার্সা ডিফেন্ডার জুলস কুন্দে আত্মঘাতি গোল করলেও ২-১ এর জয় নিয়ে মাঠ ছাড়ে জাভির দল। এই জয়ে রিয়ালের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৮ পয়েন্টের লিড পেলে বার্সেলোনা।

সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা ১৪ ম্যাচে অপরাজিত রইলো বার্সেলোনা। এর মধ্যে সবশেষ টানা ৯ ম্যাচেই জিতেছে দলটি। ১৯ ম্যাচে ১৬ জয় ও ২ ড্রয়ে তাদের ৫০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে কার্লো আনচেলত্তির দল।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply