উড়াল সেতু-মেট্রোরেল উপহার দিয়েছি, এবার মাটির নিচ দিয়ে রেল যাবে: প্রধানমন্ত্রী

|

উড়াল সেতু, মেট্রোরেল উপহার দিয়েছি। এবার মাটির নিচ দিয়ে যাবে পাতাল রেল। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাতাল মেট্রোরেল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ রূপগঞ্জের রাজউক কমার্শিয়াল প্লট মাঠে পাতাল মেট্রো লাইন নির্মাণকাজের উদ্বোধন ঘোষণা ও ফলক উন্মোচন অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এ কথা জানান তিনি। বলেন, গত ১৪ বছরে বাংলাদেশে আমূল পরিবর্তন হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠেছে। মেট্রোরেল নির্মিত হয়েছে। হলি আর্টিজনে নিহত জাপানিদের স্মরণে মেট্রোরেলের প্লাটফর্মে তাদের স্মৃতিস্তম্ভ গড়ে তুলবো। দিয়া বাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত তাদের স্মরণে স্মৃতিস্তম্ভ করা হয়েছে।

বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, ২০১৮ সালের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করেছি। ইশতেহারে ছিল, ক্ষমতায় আসলে ঢাকা শহরের যানজট নিরসনে মেট্রোরেল নির্মাণ করবো। আওয়ামী লীগ কথা দিলে কথা রাখে।
নারায়ণগঞ্জ জেলাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা হবে বলে এ সময় জানান তিনি। বলেন, আওয়ামী লীগ যখনই সরকারে আসে দেশের মানুষের উন্নতি হয়। ২০০৮ এর নির্বাচনে বিএনপি ও জামায়াত হোটেল মাত্র ৩০টি আসন পেয়েছে। আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে। জনগণের আস্থা বিশ্বাস আছে বলেই তারা আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করে।

শেখ হাসিনা বলেন, দেশের মানুষ সাহস দিয়েছিল বলেই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করা সম্ভব হয়েছিল। পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল। আওয়ামী লীগ মানুষের ভাগ্য উন্নয়ন করতে এসেছে। মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে নয়। পদ্মাসেতু নিয়ে কোনো দুর্নীতি হয়নি সেটাও প্রমাণ হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমি জাতির জনকের কন্যা। এ দেশের মানুষের ভাগ্য উন্নয়ই আমার কাজ। বৈশ্বিক সংকট মাথায় রেখে প্রত্যেককে কৃচ্ছসাধন করতে হবে। সাশ্রয়ী হতে হবে। বিদ্যুৎ, পানি ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

গণতন্ত্রের ধারা অব্যাহত আছে বলেই দেশ উন্নয়নের মহাসড়কে পৌঁছাতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, ২০৪১ সালে মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে। বাংলাদেশের অগ্রগতি আর কেউ থামাতে পারবে না।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply