হাওয়াইয়ে সমুদ্র এলাকায় শত ফুট লম্বা হাম্পব্যাক তিমি উদ্ধার

|

ছবি : সংগৃহীত

হাওয়াইয়ের সমুদ্র এলাকা থেকে প্রায় ১০০ ফুট লম্বা একটি হাম্পব্যাক তিমি উদ্ধার করা হয়েছে। জাতীয় সমুদ্র ও পরিবেশ প্রশাসন (এনওএএ) এ তথ্য নিশ্চিত করেছে। খবর এপি নিউজের।

পরিবেশবিদরা জানায়, শিকারিদের কবলে পড়েছিল তিমিটি। প্রায় ১০০ ফুট লম্বা তিমির লেজের অংশ শিকারিদের দড়িতে আটকে যায়। দীর্ঘ সময় আটকে থাকার ফলে মাছটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে। এছাড়া কেটে গেছে চামড়াও। পরে রশি কেটে তিমিটিকে উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষ জানায় হাম্পব্যাক তিমিটি এখন সুস্থ আছে। তবে শিকারের দড়ির মালিকানা কার তা নিয়ে অনুসন্ধান চলছে। গত কয়েক মাস ধরেই এ অঞ্চলে তিমি শিকার বেড়েছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply