পাচারের সময় পরিবহন গাড়ির ভেতরে লুকিয়ে থাকা প্রায় ১৪ কেজি স্বর্ণের বার শাহজালাল বিমানবন্দর থেকে জব্দ করেছে কাস্টমস সদস্যরা।
শাহজালাল বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি এয়ারলাইন্সের মাধ্যমে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান আসছে, এমন সংবাদের ভিত্তিতে কাস্টমস সদস্যরা অভিযান চালায়। পরে এয়ারলাইন্সের যাত্রীরা সবাই নেমে গেলে তাদের বহন করা যাত্রী পরিবহন বাসটিতে তল্লাশি চালিয়ে ১২০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ১৪ কেজি।
চোরাচালান সিন্ডিকেটের সদস্য সন্দেহে বাসের চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
/এমএন
Leave a reply