যুক্তরাষ্ট্রে বাসে এলোপাতাড়ি গুলিতে নিহত ১

|

আবারও বন্দুক হামলার ঘটনা হলো যুক্তরাষ্ট্রে। বুধবার (১ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডি.সিতে একটি বাসে গুলিতে প্রাণ গেছে এক জনের। আহত হন আরও দু’জন। খবর নিউইয়র্ক টাইমের।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সকাল ৯টার দিকে অস্ত্র হাতে বাসে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি শুরু করে হামলাকারী। পায়ে গুলি লাগে দু’জনের। পরে মেট্রো টানেলের কাছে বাস থেকে নেমে যায় বন্দুকধারী। স্টেশনে নেমেই এক নারীর উপর হামলা করতে উদ্যত হয়। বাধা দিতে এসে প্রাণ হারান এক মেট্রোকর্মী।

পরে ট্রেনে উঠে পালানোর চেষ্টা করে হামলাকারী। জনগণ আটক করে তুলে দেয় পুলিশের হাতে। হামলাকারীর পরিচয় বা উদ্দেশ্য জানা যায়নি এখনও। শুরু হয়েছে তদন্ত।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply