মোহনগঞ্জে দলীয় কার্যালয় থেকে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ৬ নেতা আটক

|

ছবি: মোহনগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্নায়েন ও সদস্য সচিব টিপু সুলতান

স্টাফ করেসপনডেন্ট, নেত্রকোণা:

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্নায়েন ও সদস্য সচিব টিপু সুলতানসহ ছয়জন নেতাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে পৌর শহরের নোহাল এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা চলাকালে পুলিশ তাদের আটক করে।

আটক হওয়া অন্য নেতারা হলেন, বড়কাশিয়া-বিড়ামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব তফাজ্জল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো, সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবিতে আগামী ৪ ফেব্রুয়ারি শনিবার ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। সমাবেশ সফল করতে মোহনগঞ্জ উপজেলা বিএনপি বৃহস্পতিবার রাত সাতটার দিকে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা করে। এ সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে নেতাদের আটক করে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদুর অভিযোগ, কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার বিএনপিকে রাজনৈতিকভাবে নির্মূলের জন্য রাষ্ট্রযন্ত্র পুলিশকে ব্যবহার করছে। এভাবে নেতা-কর্মীদের আটক করে বিএনপির আন্দোলন দমানো যাবে না। তিনি আটক নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

এ ব্যাপারে নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান বলেন, আটক বিএনপি নেতা-কর্মীরা নাশকতা সৃষ্টি করার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করে। আগামীকাল শুক্রবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply