গাজীপুরের কালিয়াকৈর ও নওগাঁয় অভিযান চালিয়ে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা মূল্যের হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। চক্রটি মাদক বহনে নারীদের ব্যবহার করতো।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।
তিনি বলেন, চক্রটি রাজশাহীর গোদাগাড়ীর সীমান্তবর্তী এলাকা দিয়ে নদীপথে হেরোইন নিয়ে আসতো। যা বহনে বেশিরভাগ কাজই করতো নারীরা। প্রতি চালান বহনকারীকে ১৫-২০ টাকা করে দিতো চক্রের অন্যতম হোতা শাকিব। শাকিবের তথ্যে পরবর্তীতে নওগাঁয় তার বাসায় অভিযান করে স্ত্রী সেলিনা খাতুনকে গ্রেফতার করে র্যাব।
তিনি আরও বলেন, মাদক বেশি হলে শাকিব অনেক সময় নিজেই মোটরসাইকেলযোগে গ্রাহকের কাছে পৌঁছে দিতো চাহিদা অনুযায়ী। বিভিন্ন জেলায় মাদক পাঠাতে যাত্রীবাহী বাস, লঞ্চ ও কুরিয়ার সার্ভিসও ব্যবহার করতো চক্রটি।
ইউএইচ/
Leave a reply