ঝিনাইদহ প্রতিনিধি:
ডেনমার্ক, নেদারল্যান্ড ও সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে ঝিনাইদহের কালীগঞ্জ ইমাম পরিষদ।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) জুমার নামাজ পর কালীগঞ্জ বাসস্ট্যান্ডে প্রায় ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় দূরদূরান্ত থেকে আগত মুসল্লিরা বিক্ষোভে অংশ নেন। সমাবেশ থেকে বক্তারা পবিত্র কোরআন অবমানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মুফতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ হেদায়েত উল্লাহসহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমামবৃন্দ।
এএআর/
Leave a reply