ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিপর্যস্ত সাম্রাজ্য সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। জালিয়াতির অভিযোগের পর শেয়ারবাজারে ধস নামায় এ কোম্পানির সম্পদের মূল্য অর্ধেকে নেমে এসেছে। খবর দ্যা গার্ডিয়ানের।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) আরও ১২ বিলিয়ন ডলার কমেছে তাদের সম্পদ। এ নিয়ে শেয়ারবাজারে ৭ দিনের লেনদেনে এ গোষ্ঠীর সম্পদ কমেছে ১২০ বিলিয়ন ডলার। ফলে কর্ণধার গৌতম বিশ্বের শীর্ষ ২০ ধনীদের তালিকায়ও থাকতে পারলেন না।
এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত আদানির কোম্পানিগুলোর মূল্য ছিল ২২০ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে শীর্ষ ধনীদের তালিকায় ২২তম অবস্থানে তিনি। জানুয়ারিতেও তিনি ছিলেন বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী ব্যক্তি।
বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে গুরুত্ব পায় ইস্যুটি। শুধু তাই নয়, পার্লামেন্টের অধিবেশনেও বিরোধী দলগুলো আদানি ইস্যুতে সোচ্চার ছিলেন।
এটিএম/
Leave a reply