বেশ আগে থেকেই আদালতে অভিযোগ করে আসছিলেন ভারতীয় অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকির স্ত্রী। এবার অভিযোগ নওয়াজ নাকি তাকে খেতে দিচ্ছেন না। এমনকি বাথরুমও নাকি ব্যবহার করতে দিচ্ছেন না। এ নিয়ে নোটিশ পেলেন নওয়াজ। খবর আনন্দবাজারের।
নওয়াজের স্ত্রী আলিয়ার অভিযোগ, তিনি বাড়িতে তার স্বাভাবিক কোনো কাজ করতে পারছেন না। সোফায় বিছানা পেতে ঘুমাতে হচ্ছে তাকে।
সম্প্রতি আলিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায়, সন্তানদের সাথে বাড়ির এক কোনে আছেন তিনি। বাথরুম ব্যবহার করতে গেলেও নারী নিরাপত্তাকর্মী এসে তাকে বাধা দিচ্ছেন। আলিয়ার আইনজীবীও সংবাদ মাধ্যমের সাথে এ নিয়ে কথা বলেছেন।
২০২০ সালে নওয়াজ এবং তার পরিবারের বিরুদ্ধে ঘরোয়া সহিংসতার অভিযোগ করেছিলেন আলিয়া। জানিয়েছিলেন, স্বামী কোনোদিন গায়ে হাত না তুললেও তার ভাই শামাশ সিদ্দিকির কাছে হেনস্তার শিকার হয়েছিলেন তিনি।
এটিএম/
Leave a reply