অমর একুশে বইমেলা: ইকরি, শিকু, হালুমদের সাথে আনন্দে মেতে উঠেছে শিশুরা

|

ছবি: সংগৃহীত

ছুটির দিনে অন্যরকম আবহ অমর একুশে বইমেলায়। শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বইমেলায় শুরু হয়েছে ‘শিশু প্রহর’। যা চলবে দুপুর একটা পর্যন্ত। প্রকাশক- লেখকদের প্রত্যাশা, বাবা-মায়েরা আরও সচেতন হলে মোবাইল ফোন থেকে বইমুখী হবে নতুন প্রজন্ম।

সিসিমপুরের নানা চরিত্রের সাথে মেতে উঠছে শিশুরা। ভিড় এড়িয়ে বাবা-মা আর অভিভাবকের হাত ধরে বইও কিনছেন তারা। এবারের মেলায় শিশুদের জন্য নির্ধারিত চত্বর আরও বড় পরিসরে সাজানো হয়েছে। তাই স্বাচ্ছন্দ্যে ঘুরেফিরে বই কিনতে পারছে কোমলমতিরা।

প্রসঙ্গত, এবারের বইমেলায় ৯শ’ একটি স্টল রয়েছে। শুক্রবার বইমেলায় নতুন বই এসেছে ৯৬টি। শনিবারও অন্তত অর্ধশতাধিক নতুন বই আসবে মেলায়।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply