মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জ শহরের মানিকপুর এলাকায় চুলার আগুনে একটি বসতবাড়ি পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে বাড়িটির রান্নাঘরে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে টিনচালা ঘরটিতে। এতে ঘরে থাকা লোকজন বেরিয়ে যেতে পারলেও পুড়ে যায় আসবাবপত্র।
বাড়িটির ভাড়াটিয়া মনির হোসেন জানান, পরিবার নিয়ে বাড়িটিতে ভাড়া থাকতেন তিনি। অগ্নিকাণ্ডে ঘরের সব মালামাল পুড়ে গেছে। এতে তার কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু ইউসুফ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে। রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মালামাল পুড়ে গেলও কেউ হতাহত হয়নি।
/এএআর/এমএন
Leave a reply