সরকার পতনসহ নানা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ, গণতান্ত্রিক বাম ঐক্য ও জাতীয়তাবাী সমমনা ১২ দলীয় জোট। সমাবেশে বক্তারা বলেন, সরকারের সাথে কোনো আপস করা হবে না।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ। এ সময় নেতারা বলেন, হতদরিদ্র মানুষের ব্যবহার করা বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এবার এসব মানুষের পকেটে হাত দিয়েছে সরকার। আগামী ১১ ফেব্রুয়ারি দেশব্যাপী পদযাত্রা ও গণসংযোগ করবে গণতন্ত্র মঞ্চ। ঢাকায় সমাবেশ হবে মিরপুর ১২ নম্বরে। ফার্মগেট, শাহবাগ হয়ে মতিঝিল গিয়ে পদযাত্রা শেষ হবে।
বিজয় নগর ও প্রেসক্লাবের আরেক অনুষ্ঠানে ১২ দলীয় জোট ও বাম ঐক্যের নেতারা বলেন, এই সরকারকে গলায় গামছা বেঁধে ক্ষমতা থেকে নামাতে হবে। সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজন করতে হবে। ফ্যাসিবাদী সরকারের সঙ্গে কোনো রকমের আপস হবে না বলেও জানান বক্তারা।
আরও পড়ুন: বিএনপি কর্মসূচি দিলে আমরাও রাজপথে থাকবো: শেখ পরশ
/এম ই/এমএন
Leave a reply