কৃষকদের জন্য ১২শ’কোটি ডলার ভর্তুকি দেবে যুক্তরাষ্ট্র সরকার। মঙ্গলবার এক সমাবেশে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য যুদ্ধের প্রভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের সুরক্ষায় এ সহায়তার ঘোষণা দিলেন ট্রাম্প। এছাড়া, কৃষকদের অবিক্রিত শস্য কিনে নেয়ারও ঘোষণা দেন তিনি।
সমাবেশে ট্রাম্প বলেন, কৃষকদের সুরক্ষায় দ্রুতই পদক্ষেপ নিচ্ছি আমরা। শুল্কের ভার বহন করতে হবে না তাদের। তাদের জন্য নতুন বাজার তৈরি করছি আমরা।
যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য থেকে আয়ের ২০ শতাংশই আসে রফতানির মাধ্যমে। তবে, সয়াবিনসহ অন্যান্য পণ্যের উপর চীনের বর্ধিত শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় মার্কিন কৃষকরা।
অবশ্য, যুক্তরাষ্ট্র ঘোষিত বাণিজ্যযুদ্ধের প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নিয়েছে বেইজিং। ফলে ট্রাম্পের ভোটব্যাংক হিসেবে পরিচিত কৃষকদের স্বার্থ রক্ষায় নেয়া হলো এ পদক্ষেপ।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply