আদানির বিদ্যুৎ মার্চের প্রথম সপ্তাহে দেশে আসবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

|

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ফাইল ছবি।

মার্চের প্রথম সপ্তাহে দেশে ভারত থেকে আদানির বিদ্যুৎ আসবে। আন্তর্জাতিকভাবে আদানি নিয়ে যে বিতর্ক আছে, এক্ষেত্রে এর প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে তিনি এসব কথা জানান। বললেন, সেচ মৌসুম ও গরমের কারণে মার্চে বিদ্যুতের ঘাটতি হওয়ার সম্ভাবনা নেই। আদানির বিদ্যুৎসহ আরও কয়লাভিত্তিক কেন্দ্রের বিদ্যুৎ পাওয়া যাবে।

নসরুল হামিদ আরও বলেন, কয়লার বাজার মূল্য অনুযায়ী ভারতের আদানির বিদ্যুৎ আসবে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস দেয়ার চেষ্টা করা হচ্ছে। যেন ফেব্রুয়ারির শেষ থেকে বিদ্যুতের পরিস্থিতি ভালো থাকে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply