বাবার হাতে নারী ইউটিউবার তিবা আল আলী হত্যার প্রতিবাদে উত্তাল ইরাক। রোববার (৫ ফেব্রুয়ারি) রাজধানী বাগদাদে বিক্ষোভে যোগ দেয় ইরাকি নারীরা। আল জাজিরার খবর।
গত ৩১ জানুয়ারি, দিওয়ানিয়াহ শহরে বাবার হাতে খুন হয় ২২ বছরের তরুণী ইউটিউবার তিবা আলী। সেই হত্যার জেরেই রাজপথে প্রতিবাদে নেমেছে আন্দোলনকারীরা। ব্যানার হাতে ‘অনার কিলিং’, ‘নারীদের হত্যা বন্ধ করো’, ‘তিবার খুনের বিচার চাই’ স্লোগানে ক্ষোভ প্রকাশ করে তারা। ইরাকি নারীদের উপর সহিংসতা রোধসহ অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানায় বিক্ষোভকারীরা। সেই সাথে, আইনি সংস্কার ইস্যুতেও তারা তোলে জোর প্রতিবাদ। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে চলছে তীব্র প্রতিবাদ।
বিক্ষোভে অংশ নেয়া ২২ বছর বয়সী রোজ হামিদ বলেন, নারীদের রক্ষার্থে আইন চাই। বিশেষত, পারিবারিক সহিংসতার বিরুদ্ধে আইন প্রণয়ন করতে হবে। তিবাসহ অন্যান্য ভিকটিমদের প্রতি হওয়া অন্যান্যের প্রতিবাদ জানাতে আমরা এসেছি। জানি না, এরপর কে হবে এর শিকার!
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদ মান জানান, তুরস্কে একা থাকার সিদ্ধান্ত নেয় তিবা আলী। মেয়ের এই সিদ্ধান্তে রাজি ছিলেন না বাবা। মূলত পারিবারিক বিরোধের জেরেই হয়েছে এ হত্যাকান্ড। এরপর পুলিশের কাছে আত্মসমর্পণ করে হত্যার কথা স্বীকার করেন তিবা আলীর বাবা।
আরও পড়ুন: হাজারো বন্দিকে ক্ষমা ঘোষণা করলো ইরান
/এম ই
Leave a reply