দলীয় কার্যালয়ের সামনে এমপি মোসলেম উদ্দিনের জানাজা অনুষ্ঠিত

|

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদের প্রথম জানাজার নামাজ বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে।

তার নামাজে জানাজায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদসহ দলের অন্যান্য নেতাকর্মীরা। এছাড়াও অংশ নেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

দলটির নেতারা বলেন, মোসলেম উদ্দিন চট্টগ্রামের রাজনীতিতে একজন পরিচ্ছন্ন মানষ ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শে অটল ছিলেন। তিনি নেতা হয়েও একজন একনিষ্ঠ কর্মীর মতো কাজ করে গেছেন। তার মৃত্যুতে দেশ একজন সত্যিকারের দেশপ্রেমিক মানুষকে হারালো।

পরে মোসলেম উদ্দিনের মরদেহে প্রধানমন্ত্রী, স্পিকার ও আওয়ামীলীগের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

রোববার দিবাগত রাত ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন চট্টগ্রাম-৮ আসন থেকে নির্বাচিত এ সংসদ সদস্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি দীর্ঘ দিন ধরে ক্যানসার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply