চার দিনের ভারত সফর শেষে বুধবার বিকেলে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ভারত সরকারের আমন্ত্রণে গত ২২ জুলাই দিল্লি যান তিনি।
এই সফরে তার সফরসঙ্গী হিসেবে ছিলেন দলটির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভরায় এবং মেজর (অব.) খালেদ আখতার।
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে হুসেইন মুহম্মদ এরশাদের ভারত সফর নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা-পর্যালোচনা। বিশেষ করে সফর চলাকালে ভারতের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তার বৈঠক এই আলোচনা-পর্যালোচনাকে আরও উসকে দিয়েছে।
ভারত সফর নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলের নানা আলোচনা-পর্যালোচনার বিষয়টি খোলাসা করতে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন আহ্বান করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
Leave a reply