‘কোম্পানিগুলো খামারিদের লোকসানে ফেলছে’, পোল্ট্রি শিল্পে কারসাজির অভিযোগ

|

করপোরেট প্রতিষ্ঠানগুলোর কারসাজিতে প্রান্তিক পর্যায়ের পোল্ট্রি খামারিরা প্রতিনিয়ত লোকসানের মুখে পড়ছেন, এমন অভিযোগ করেছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ অভিযোগ করেন। তারা বলেন, ১ জানুয়ারি একটি বাচ্চার দাম ছিল ৯-১০ টাকা। আর ফেব্রুয়ারির ৬ তারিখে বাচ্চা কিনতে খরচ হচ্ছে ৫৫-৬০ টাকায়। করপোরেট কোম্পানি জানে কখন প্রান্তিক খামারিরা বাচ্চা তোলে। তার ঠিক আগেই সিন্ডিকেট করে বাচ্চা ও খাবারের দামও কয়েকগুণ বাড়িয়ে দেয়। ডিম ও মুরগির উৎপাদন বাড়িয়েও ক্ষুদ্র খামারিদের ক্ষতির মুখে ফেলে দেয় করপোরেট কোম্পানিগুলো।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৫০ লাখ মানুষ পোল্ট্রি শিল্পের সাথে জড়িত। এই শিল্প ধ্বংস হলে বেকারের সংখ্যা বেড়ে যাবে। প্রান্তিক খামারিদের টিকিয়ে রাখতে প্রাণিসম্পদ অধিদফতরকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান তারা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply