তুরস্ক ও সিরিয়ার সীমান্তে ভয়াবহ ভূমিকম্পে সহস্রাধিক প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার (৬ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন রাষ্ট্রপতি। একই সাথে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি।
শোক প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, তুরস্ক ও সিরিয়ার এই বিপদের সময় বাংলাদেশের সরকার ও জনগণ তাদের পাশে আছে। এ সময় আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেন তিনি।
উল্লেখ্য, সোমবার স্থানীয় সময় সকালে তুরস্ক ও সিরিয়ার সীমান্তে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর ফলে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬০০। ধ্বংসপ্রাপ্ত হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি। উদ্ধার অভিযান চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
এসজেড/
Leave a reply