তুরস্কের দক্ষিণাঞ্চলে হওয়া ভয়াবহ ভূমিকম্পের পর উদ্ধারকার্যে অংশ নিতে ইস্তাম্বুল এয়ারপোর্টে হুমড়ি খেয়ে পড়েছেন স্বেচ্ছাসেবীরা। ডেইলি সাবাহ’র খবর।
তুর্কি গণমাধ্যম ডিএইচএ’র সম্প্রচারিত খবরে দেখা যায়, শুধু ব্যাকপ্যাক আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েই হাজার হাজার মানুষ টার্মিনালে ঢোকার চেষ্টা করছেন। তাদের গন্তব্যস্থল হচ্ছে সীমান্তবর্তী শহরগুলো। তাদের মধ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবী, এনজিওকর্মী এবং ভলান্টিয়াররা রয়েছেন।
এরইমধ্যে, বহু দেশ তুরস্কের দিকে বাড়িয়ে দিয়েছে সহযোগিতার হাত। ইউরোপিয়ান ইউনিয়নের ১৩টি দেশ থেকে তুরস্ক ও সিরিয়ায় জরুরি ত্রাণ নিয়ে পৌঁছাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। তাছাড়া, ন্যাটো সদস্য তুরস্কের সহায়তায় পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরদের দল নিয়ে রওনা দিয়েছে মার্কিন ফায়ার ব্রিগেডের একটি টিম।
ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু জানিয়েছেন, দেশটির ত্রাণ ও দুর্যোগ অধিদফতরের (এএফএডি) সহায়তায় ২০০ ফায়ার ব্রিগেড কর্মী নিয়ে গঠিত ২৬০ জনের উদ্ধারকর্মী দল, দুইটি সার্চ ও উদ্ধারকারী পরিবহনকে দুর্যোগ কবলিত এলাকায় নিয়োজিত করা হয়েছে।
আরও পড়ুন: তুরস্ক-সিরিয়ায় নিহত বেড়ে সাড়ে ৪ হাজার ছুঁইছুঁই, ত্রিশ হাজারের বেশি প্রাণহানির শঙ্কা ডব্লিউএইচও’র
/এম ই
Leave a reply