সংঘাত ঠেকাতেই দেশব্যাপী কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানিয়েছেন।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মৎস্য ভবন মোড়ে বিআরটিএ এর সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। বলেন, নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম অব্যাহত থাকবে। এজেন্ডায় থাকলেও দলের আজকে সংসদীয় বোর্ডের সভায় রাষ্ট্রপতি মনোনয়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নাও হতে পারে।
ওবায়দুল কাদের আরও জানান, পোস্টারের মাধ্যমে মেট্রোরেলের পিলারের সৌন্দর্য নষ্ট করা হচ্ছে। দ্রুততম সময়ে পোষ্টার অপসারন না করা হলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
/এমএন
Leave a reply