বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিনের প্রথম ম্যাচে জিয়াউর রহমানের অলরাউন্ড নৈপুণ্যে ঢাকা ডমিনেটর্সকে ১৫ রানের হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নিয়মরক্ষার এ ম্যাচটিতে জিয়াউর রহমানের ৩৪ রানের ক্যামিও ইনিংসে ১১৮ রানের পুঁজি পায় চট্টগ্রাম। ১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কার্টিস ক্যাম্পার ও জিয়ার বোলিং তোপে ১০৩ রানের থেমে যায় ঢাকার ইনিংস।
মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পুরো টুর্নামেন্টে ধুঁকতে থাকা চট্টগ্রাম। মাত্র ২৮ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে খাঁদের কিনারায় চলে যায় দলটি। মেহেদী মারুফ ৮, ইরফান শুক্কুর ৭, উনমুক্ত চাঁদ ০, আফিফ হোসেন ১ ও শুভাগত হোম ১ রান করে বিদায় নেন।
এরপর ইনিংসের হাল ধরেন উসমান খান। তার ব্যাট থেকে এসেছে ২৯ বলে ৪ চারের ৩০ রানের ইনিংস। শেষ দিকে, জিয়াউর রহমান ২০ বলে ৩ চার ও ২ ছয়ে ৩৪ রানের অপরাজিত ইনিংসের সাহায্যে ১১৮ রান তুলতে সক্ষম হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এছাড়া, কেবল কার্টিস ক্যাম্পার ডাবল ডিজিটের রান (১১) করতে পেরেছেন। যদিও অতিরিক্ত থেকে এসেছিল ক্যাম্পারের চেয়েও বেশি, ১৭ রান।
ঢাকার বোলারদের মধ্যে আরাফাত সানি ২২ রানের মধ্যে ৪ উইকেট শিকার করেন। এছাড়াও আমির হামজা এবং আল আমিন হোসেন নেন ১টি করে উইকেট।
১১৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সৌম্য সরকার দলকে ভালো সূচনা এনে দেন। প্রথম ২ ওভার থেকে আসে ২০ রান। এরপর থেকেই শুরু হয় ঢাকার ব্যাটিংয়ের ছন্দপতন। দলীয় ২২ রান ও ব্যক্তিগত ২ রান করে আবদুল্লাহ আল মামুন বিদায় নেয়। ১৬ বলে ৩টি চারের সাহায্যে ২১ রান করে ক্যাম্পারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সৌম্য। ক্রিজে এসে আরিফুল ইসলামও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। জিয়াউর রহমানের বলে আরিফুল আউট হন ৭ রান করে।
নাসির হোসেন ও অ্যালেক্স ব্লেক ২৮ রানের জুটি গড়ে ঢাকাকে জয়ের আশা দেখালেও আইরিশ অলরাউন্ডার ক্যাম্পার তা স্থায়ী করতে দেননি। দলীয় ৬৭ রানের মাথায় ব্লেককে আউট করেন চট্টগ্রাম স্পিনার নিহাদুজ্জামান। এরপর ব্যক্তিগত ২৪ ও দলীয় ৮৮ রানের মাথায় নাসিরকে আউট করেন ক্যাম্পার। শেষ ১২ রান করতে ৫ উইকেট হারালে ঢাকার পরাজয় নিশ্চিত হয়।
চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন ক্যাম্পার। জিয়াউর রহমান ও মৃত্যুঞ্জয় নেন ২টি করে উইকেট।
/আরআইএম
Leave a reply