ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ অঞ্চলে ৩ মাসের জরুরি অবস্থা ঘোষণা

|

ছবি: সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন। রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, শুধুমাত্র তুরস্কে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৫৪৯-এ দাঁড়িয়েছে। খবর দ্য গার্ডিয়ান’র।

তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায় জানিয়েছেন, ভূমিকম্পে ২০ হাজার ৫৩৪ জন আহত হয়েছে এবং প্রায় ছয় হাজার ভবন ধসে পড়েছে।

আরও পড়ুন: তুরস্কের ভূমিকম্পে বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও বলছে, তুরস্ক ও সিরিয়া দুই দেশ মিলিয়ে তাদের হিসেবে অনুযায়ী, দুই কোটি ৩০ লাখ মানুষ ভূমিকম্পের শিকার হয়েছেন। এর মধ্যে প্রায় ১০ লাখেরও বেশি শিশু রয়েছে বলে ডব্লিউএইচওর জ্যেষ্ঠ জরুরি কর্মকর্তা অ্যাডেলহেইড মার্শাং জানিয়েছেন।

আরও পড়ুন: ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে যাচ্ছে বাংলাদেশ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল

সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে গাজিয়ান্তেপের কাছে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় বেলা দেড়টার দিকে আরও একটি ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply