সিরিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ২২১

|

সিরিয়ায় সরকার নিয়ন্ত্রিত বেশ কিছু এলাকায় পৃথক পৃথক সন্ত্রাসী হামলায় অন্তত ২২১ জনের প্রাণ গেছে। এতে আহত হয়েছে আরও দুইশ মানুষ। হামলায় হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। বুধবার দেশটির দক্ষিণ-পশ্চিম এবং উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় একযোগে এসব হামলা চালায় জঙ্গিগোষ্ঠী আইএস।

সুবাইদা শহর, রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চল, আর উত্তর ও পূর্বাঞ্চলীয় বেশ কিছু গ্রামে হয় এসব হামলা। শুধু সুবেইদাতেই দফায় দফায় আত্মঘাতী বোমা হামলায় প্রাণ যায় অনেকের। এরপরই শহরটিতে, সরকার সমর্থিত সেনা আর জঙ্গিদের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয় যা চলছে এখনও।

গৃহযুদ্ধের সাত বছরে দেশটিতে একদিনে এতো মানুষের মৃত্যুর ঘটনা এটিই প্রথম। ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা- সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। দক্ষিণের বিদ্রোহী অধ্যুষিত এলাকাগুলো পুনরুদ্ধারে চলতি মাসে অভিযান তীব্র করে সিরীয় ও রুশ সেনাবাহিনী, যার জেরে চলছে এসব হামলা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply