চীনা ‘নজরদারি’ বেলুনের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ যুক্তরাষ্ট্রের

|

চীনের ধ্বংসপ্রাপ্ত নজরদারি বেলুনের ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন নেভির ফেসবুক পেজে পোস্ট করা হয় এগুলো। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ক্যাপশনে বলা হয়, সাগর থেকে বেলুনের ধ্বংসাবশেষের অংশ নৌকায় তুলছে নৌবাহিনীর বিস্ফোরণ বিশেষজ্ঞ দল। এবার পরীক্ষা নিরীক্ষা করা হবে বেলুনের ধ্বংসাবশেষ। যাচাই করা হবে আসলেই গোয়েন্দাগিরির উদ্দেশে ব্যবহার করা হয়েছে কিনা।

যুক্তরাষ্ট্রের আকাশে সপ্তাহখানেক ভেসে থাকার পর গত শনিবার যুক্তরাষ্ট্রের ফাইটার জেট থেকে ছোড়া গুলিতে সাগরে পতিত হয় ২শ’ ফুট লম্বা বেলুনটি। চীনের দাবি, গোয়েন্দাগিরি নয়, আবহাওয়া জনিত তথ্য সংগ্রহে ব্যবহৃত হতো এটি। যা অনিচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় ঢুকে পড়ে।

এদিকে মঙ্গলবার পেন্টাগন জানায়, উত্তেজনা নিরসনে তারা দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে আলোচনার উদ্যোগ নিয়েছিল। তবে তা নাকচ করে দিয়েছে চীন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply