সরকার দক্ষতার সাথেই সব প্রতিবন্ধকতা মোকাবেলা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সংসদে তিনি এই কথা জানান। এদিন সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, রাষ্ট্রপতি দক্ষতার সাথেই দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রপতিকে সংসদের পক্ষ থেকে ধন্যবাদ।
এ সময় ভূমিকম্পে ভয়াবহ মানবিক বিপর্যয়ে পড়া তুরস্ককে সহায়তা পাঠানোর কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, বাংলাদেশ যে কোনো বিপদে সব বন্ধু রাষ্ট্রের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও মূল্যস্ফীতি বৃদ্ধির কারণ হিসেবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে দায়ী করেন প্রধানমন্ত্রী। সরকার দক্ষতার সাথেই সব প্রতিবন্ধকতা মোকাবেলা করছে বলেও জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ ‘স্মার্ট বাংলাদেশে’ পরিণত হবে।
/এনএএস
Leave a reply