থাইল্যান্ডে ১৭ ঘণ্টার শ্বাসরুদ্ধর অভিযানের মাধ্যমে গভীর কুয়া থেকে উদ্ধার হলো একবছর বয়সী শিশু। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দেশটির উত্তরাঞ্চলে হয় এ দুর্ঘটনা। খবর বিবিসির।
রাতভর অভিযানের পর শিশুটি উদ্ধার হলে দ্রুত নেয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা জানান, দীর্ঘক্ষণ না খাওয়ায় শিশুটি দুর্বল হয়ে পড়েছে। তবে গুরুতর কোন আঘাত পায়নি।
মিয়ানমার থেকে আসা একটি পরিবারের সদস্য শিশুটি। বাবা-মা সেখানকার খামারেই কাজ করেন। তাদের অসাবধানতার কারণেই প্রায় ৫০ ফুট গভীর কুয়ায় পড়ে যায় শিশুটি। উদ্ধারের জন্য পাশে একটি গর্ত খনন করেন ফায়ার ব্রিগেড সদস্যরা।
এটিএম/
Leave a reply