রাষ্ট্রপতি আব্দুল হামিদের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

|

ছবি: সংগৃহীত

দুই মেয়াদে দক্ষতার সাথে দায়িত্ব পালনে জাতীয় সংসদের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ ও ২০১৮ সালে তার অটল অবস্থানের কারণেই গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করা সম্ভব হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপনে রাখা বক্তব্যে এ কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি আব্দুল হামিদকে সৎ ও দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তার দৃঢ়তার কারণেই দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে।

এ সময় প্রধানমন্ত্রী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী সব ধরনের জ্বালানির মূল্যে অস্থিতিশীলতা বিরাজ করছে বলেও জানান। তিনি বলেন, সার্বিক বিবেচনায় ভর্তুকি কমিয়ে আনার লক্ষ্যে সরকার বিদ্যুতের দাম কিছুটা বাড়িয়েছে।

ভূমিকম্পে ভয়াবহ মানবিক বিপর্যয়ে পড়া তুরস্ক ও সিরিয়ায় সহায়তা পাঠানোর কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, বিপদে বন্ধুরাষ্ট্রের পাশে থাকে বাংলাদেশ।

উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ ‘স্মার্ট বাংলাদেশে’ পরিণত হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply