আশি ও নব্বই দশকের বাংলা সিনেমার অন্যতম পরিচিত মুখ বিপ্লব চ্যাটার্জি। খলনায়ক হিসেবেই তিনি বেশি পরিচিত। প্রসেনজিৎ, চিরঞ্জিত, তাপস পালসহ একাধিক নায়কের সাথে কাজ করেছেন দাপিয়ে। তবে সম্প্রতি তার অভিযোগ, শত্রুতা করে অনেকে তার কাজ কেড়ে নিয়েছেন। খবর আনন্দবাজারের।
সম্প্রতি বিপ্লব তার আত্মজীবনী প্রকাশ করলেন। বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই এসব ক্ষোভ উগড়ে দেন এ খলনায়ক।
বিপ্লব বলেন, ইন্ডাস্ট্রিতে আমার বন্ধুর থেকে শত্রুর সংখ্যাই বেশি। এই ইন্ডাস্ট্রিতে এত বছর কাজ করার পর আমি অনেকের বন্ধু হলেও, আমি বন্ধু তেমন পেলাম না।
তিনি আরও বলেন, প্রচুর কাজ যেমন পেয়েছি, আবার অনেক কাজ হাতছাড়াও হয়ে গেছে। কলকাঠি করে আমাকে কাজ করতে দেননি।
এটিএম/
Leave a reply