২৭ ফেব্রুয়ারি ঢাকায় পুনরায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস

|

অবশেষে ঢাকায় পুনরায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস। এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। পরদিন ২৭ ফেব্রুয়ারি দূতাবাস উদ্বোধন করার কথা রয়েছে তার। সফরকালে দূতাবাস উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

কাতার বিশ্বকাপ ফুটবলের সময় আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশের উন্মাদনা লাতিন আমেরিকার দেশটিকে চমকে দিয়েছে। এ উন্মাদনা আর্জেন্টিনা তো বটেই, সারা বিশ্বের নজর কেড়েছে।

ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস চালুর বিষয়টি মূলত সামনে আসে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর একটি টুইটকে কেন্দ্র করে। গত বছরের ১২ ডিসেম্বর আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো এক টুইটে লেখেন, ঢাকায় ১৯৭৮ সালে বন্ধ হয়ে যাওয়া তার দেশের দূতাবাস পুনরায় চালুর বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে আলোচনা হয়েছে।

এরপর গত বছরের ১৮ ডিসেম্বর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন দূতাবাস চালুর ব্যাপারে শিগগিরই উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছিলেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply