ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নাম পরিবর্তন করে ‘বাংলা’ রাখার পক্ষে বিল পাস হলো বিধানসভায়। বৃহস্পতিবার, সর্বসম্মতিক্রমে বিলটি পাস হয়।
এখন বিলটি পাঠানো হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। চূড়ান্ত অনুমোদনের জন্য, যা পরে লোকসভায় উত্থাপন করা হবে। এরআগে, ২০১৬ সালেও রাজ্যের নাম পরিবর্তন করতে বিল উত্থাপন করা হয় পার্লামেন্টে। যদিও ইংরেজি ও হিন্দিতে দু’ধরণের বানান থাকায় সেসময় প্রস্তাব বাতিল হয়ে যায়।
কেন্দ্রীয় যে কোনো অনুষ্ঠান বা প্রকল্প বাজেট অনুমোদনের ক্ষেত্রে ইংরেজি বর্ণক্রম অনুসারে বরাদ্দ পায় রাজ্যগুলো। মুখ্যমন্ত্রী মমতার অভিযোগ, ওয়েস্ট বেঙ্গল হওয়ার কারণে পশ্চিমবঙ্গের নাম আসে সবার শেষে। যার ফলে নানা অসুবিধার সৃষ্টি হয়। সেই সংকট সমাধানে ‘বাংলা’ নাম রাখার উদ্যোগ নেয় মমতা প্রশাসন।
Leave a reply