সিরিয়ায় গণকবরে দাফন করা হচ্ছে ভূমিকম্পে নিহতদের

|

সাম্প্রতিক সময়ে প্রকৃতির এমন বিধ্বংসী রূপ আর দেখেনি বিশ্ব। তুরস্ক ও সিরিয়ায় রাতারাতিই যেন মাটিতে মিশে গেছে গোটা শহর। ভয়াবহ এ ভূমিকম্পে এখন পর্যন্ত নিহত হয়েছে প্রায় ১৬ হাজার মানুষ। একসাথে এত সংখ্যক মানুষের মৃত্যুতে দিশেহারা দেশ দুটি। ফলে বাধ্য হয়েই সিরিয়ার বিভিন্ন স্থানে গণকবরে দাফন করা হচ্ছে মরদেহগুলো। খবর নিউইয়র্ক টাইমসের।

বুধবার (৮ ফেব্রুয়ারি) স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটস এ নিয়ে একটি ড্রোন ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যায়, জান্দারিস এলাকার বাসিন্দারা ভূমিকম্পে প্রাণ হারানো পরিবার-প্রিয়জনের লাশ দাফন করছেন গণকবরে। তার আগে, কবরস্থান এলাকাতেই জানাজা হয়।

গত এক দশক ধরে যুদ্ধবিধ্বস্ত অবস্থায় আছে সিরিয়ার এই অঞ্চল। মরার ওপর খাঁড়ার ঘা হয়ে আঘাত হেনেছে ভূমিকম্প। এখন পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষের মরদেহ উদ্ধার হয়েছে দেশটিতে। সাড়ে ৫ হাজারের ওপর সিরিয় আহত হয়েছে। তাদের ন্যূনতম চিকিৎসা দেয়ার মতোও ওষুধ-সরঞ্জাম নেই দেশটিতে। বিদ্রোহী অধ্যুষিত এলাকা হওয়ায় ত্রাণ সহায়তা পেতেও বেগ পাচ্ছেন দুর্যোগ কবলিত সিরিয়রা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply