ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ককে এরদোগানের বার্তা

|

১৭ হাজার ছাড়িয়েছে যুদ্ধ বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে আছে হাজার হাজার মানুষ, উদ্ধারকাজ চলছে। এমন পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। খবর বিবিসির।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বিধ্বস্ত এলাকাগুলো পরিদর্শনের সময় দেশবাসীকে ঐক্যের আহ্বান জানান তিনি। এ সময় উদ্ধারকাজের সীমাবদ্ধতার কথাও স্বীকার করেন এরদোগান। বলেন, প্রাথমিকভাবে বেশকিছু সমস্যা ছিল উদ্ধারকাজে। দুর্যোগের ভয়াবহতার মাত্রা অনুমাণ করা যাচ্ছিলো না।

তবে সরকারের ভূমিকার পক্ষেও সাফাই গান প্রেসিডেন্ট। উদ্ধারকাজে ধীরগতিসহ নানা অভিযোগের জবাবে বলেন, এতো বড় দুর্যোগের সময় নেতিবাচক রাজনৈতিক প্রচারণায় কান দেয়া যাবে না। এ সময় বিধ্বস্ত ইস্কেন্দেরুন ও আদানা পরিদর্শনের সময় দুর্গতদের সাথে সাক্ষাৎ করেন তুর্কি প্রেসিডেন্ট। ঘুরে দেখেন শরণার্থী শিবিরের পরিস্থিতি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply