অনির্বাচিত সরকারের দুঃস্বপ্ন কখনও পূরণ হবে না: প্রধানমন্ত্রী

|

সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

যারা দেশে অনির্বাচিত সরকার চান, তারা রাজনীতিতে আসুন, নির্বাচন করুন। একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনের সমাপনী বক্তব্যে এমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, অনির্বাচিত সরকারের দুঃস্বপ্ন কখনও পূরণ হবে না।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদে দেয়া বক্তব্যে এ চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। বলেন, বিদ্যমান ব্যবস্থায় স্বতস্ফূর্তভাবে ভোট দিচ্ছে মানুষ। গণতান্ত্রিক ধারাবাহিকতা আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে। বাস্তবায়ন করা হচ্ছে বিভিন্ন মেয়াদী পরিকল্পনা। প্রশ্ন তুলেন, ২৯ বছর অনির্বাচিত সরকার ছিল, কী উন্নতি হয়েছে? রাজনৈতিক নেতৃত্বেই চলছে অগ্রযাত্রা।

জাতীয় সংসদের শীতকালীন এ অধিবেশনে বিদায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদের ভাষণের ওপর আলোচনা করেন সংসদ সদস্যরা। চলে আইন প্রণয়ন ও সংসদের নিয়মিত কার্যক্রম।

রাজনৈতিক নেতৃত্বেই দেশের অগ্রযাত্রা চলছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে পুরো দেশ আতঙ্কিত থাকে। একটি গোষ্ঠী সেই আতঙ্কের দিন আবারও ফিরিয়ে আনতে চায়।

এ সময় সম্প্রতি হয়ে যাওয়া ৬টি আসনের উপনির্বাচনের উদাহরণ দেন সরকার প্রধান। আরও বললেন, রাজনৈতিক প্রতিপক্ষের আন্দোলনে বাধা দিবো না। তবে জানমালের নিরাপত্তা নিয়ে কোনো সংকট তৈরি হতে দেবে না সরকার। আসছে রমজানে খাদ্যের কোনো ঘাটতি থাকবে না বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply